দান-সদকা করলে মনে শান্তি আসে। দানের কারণে নানান বালামুসিবত থেকে মহান রব আমাদের হেফাজত করেন। দান করলে ধনসম্পদ বেড়ে যায়, কমে না। তাই দানের হাত প্রসারিত করলে আমাদের ও প্রতিবেশী গরিব-দুঃখীসহ অনেকের উপকার হয়। মহান রব বলেন, ‘যদি তোমরা প্রকাশ্যে দান-সদকা করো, তবে তা কতই না উত্তম। আর যদি গোপনে ফকির-মিসকিনকে দান করে দাও, তবে আরও বেশি উত্তম। আর তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন।’ (সুরা :বাকারা, আয়াত :২৭১)