ছেলে মেয়ে আলাদা ক্লাস
ছোটবেলায় হয়তো কোরআন শিখেছেন, চর্চা না থাকার কারণে ভুলে গিয়েছেন কিংবা যখন শিখেছেন সহীহ-শুদ্ধভাবে শেখা হয়নি। আবার শুরু করুন কোরআন শেখার এই জার্নি। একজন মুসলমানের এ নিয়ে অবহেলা কোনোভাবে কাম্য নয়। কোরআন শেখা ছাড়া ঈমান শেখা হয়না। হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যেই দেহের মধ্যে কুরআনের কোন শিক্ষা নেই, সেই দেহটা হচ্ছে উজাড় বাড়ীর মত।
যারা কুরআনুল কারীম মোটেই পড়তে পারেন না বা ছোটকালে শিখলেও এখন সব ভুলে গেছেন; কিন্তু নতুন করে আবার কুরআনের তিলাওয়াত শিখতে চাচ্ছেন, অথবা মোটামুটি পারলেও তেমন ভাল পড়তে পারেন না; পড়া অশুদ্ধ, তাদের জন্য তাজবিদসহ সহীহভাবে কুরআন শিক্ষা কোর্সটি। তাই আসুন আজই শুরু করি কুরআন শিক্ষা।