...

বাসে ভ্রমণ বিষয়ক বাংলা ব্যবহারসহ আরবি শব্দার্থ।

বাসে ভ্রমণ বিষয়ক বাংলা ব্যবহারসহ আরবি শব্দার্থ।

 

الكلمة العربية الترجمة البنغالية استخدام بالعربية الترجمة البنغالية
حَافِلَةٌ বাস سَأَنْطَلِقُ بِالْحَافِلَةِ إِلَى اَلْمَدْرَسَةِ আমি বাসে স্কুলে যাব।
سَائِقٌ ড্রাইভার سَائِقُ الْحَافِلَةِ مَاهِرٌ جِدًّا বাসের ড্রাইভার খুব দক্ষ।
مَحَطَّةٌ স্টেশন يَجِبُ أَنْ نَنْتَظِرَ فِي الْمَحَطَّةِ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে।
تَذْكِرَةٌ টিকেট لَقَدْ اشْتَرَيْتُ تَذْكِرَةً لِلْحَافِلَةِ আমি বাসের টিকেট কিনেছি।
رُكُوْبٌ বাসে চড়া أُرِيدُ أَنْ أَرْكَبَ / رُكُوبِ الْحَافِلَةِ আমি বাসে চড়তে চাই।
نُزُوْلٌ নামা سَأَنْزِلُ فِي الْمَحَطَّةِ التَّالِيَةِ আমি পরের স্টেশনে নামব।
مَقْعَدٌ আসন هَلْ يُوجَدُ مَقْعَدٌ شَاغِرٌ هُنَا ؟ এখানে কি খালি আসন আছে?
طَرِيْقٌ রাস্তা الطَّرِيقُ مُزْدَحِمٌ الْيَوْمَ আজ রাস্তা ভিড়।
مَوْعِدٌ সময় مَا هُوَ مَوْعِدُ اِنْطِلَاقِ الْحَافِلَةِ ؟ বাসের ছাড়ার সময় কি?
خَطٌّ রুট خَطُّ الْحَافِلَةِ رَقْمِ 5 বাসের রুট নম্বর ৫।
تَكَدُّسٌ ভিড় هُنَاكَ تَكَدُّسٌ كَبِيرٌ فِي الْحَافِلَةِ বাসে অনেক ভিড়।
وُصُوْلٌ পৌঁছানো وَصَلْنَا إِلَى وُجْهَتِنَا আমরা গন্তব্যে পৌঁছেছি।
حَافِلَةٌ مَدْرَسِيَّةٌ স্কুল বাস اَلْأَطْفَالُ يَذْهَبُونَ إِلَى الْمَدْرَسَةِ بِحَافِلَةٍ مَدْرَسِيَّةٍ শিশুরা স্কুল বাসে স্কুলে যায়।
تَأْخِيْرٌ দেরি هُنَاكَ تَأْخِيرٌ فِي الْحَافِلَةِ বাসে দেরি হচ্ছে।
نَافِذَةٌ জানালা تَحَقَّقْ مِنْ النَّافِذَةِ لِلرُّكَّابِ যাত্রীদের জন্য জানালাটি পরীক্ষা করুন।
وُجْهَةٌ গন্তব্য مَا هِيَ وُجْهَةُ الْحَافِلَةِ ؟ বাসের গন্তব্য কি?
إِشَارَاتٌ সংকেত يَجِبُ الِانْتِبَاهُ لِلْإِشَارَاتِ সংকেতের দিকে খেয়াল রাখতে হবে।
جَدْوَلٌ সময়সূচী تَحَقَّقْ مِنْ جَدْوَلِ الْحَافِلَاتِ বাসের সময়সূচী পরীক্ষা করুন।
تَأْكِيْدٌ নিশ্চিতকরণ هَلْ يُمْكِنُكَ تَأْكِيدُ الْحَجْزِ ؟ আপনি কি বুকিং নিশ্চিত করতে পারেন?
حَجْزٌ বুকিং يَجِبُ حَجْزُ التَّذْكِرَةِ مُسْبَقًا টিকেট আগে থেকে বুক করতে হবে।
سَرِيْرٌ বিছানা هُنَاكَ سَرِيْرٌ فِي بَعْضِ الْحَافِلَاتِ কিছু বাসে বিছানা রয়েছে।
شَاشَةٌ স্ক্রিন تَحْتَوِي الْحَافِلَةُ عَلَى شَاشَةِ عَرْضٍ বাসে একটি প্রদর্শন স্ক্রিন আছে।
صَوْتٌ শব্দ صَوْتُ الْمُحَرِّكِ عَالٍ جِدًّا ইঞ্জিনের শব্দ প্রচুর।
تَوَقَّفٌ বিরতি سَنَتَوَقَّفُ فِي الْمَحَطَّةِ الْقَادِمَةِ আমরা পরবর্তী স্টেশনে বিরতি দেব।
مَسَافَةٌ দূরত্ব الْمَسَافَةُ بَيْنَ الْمَحَطَّاتِ طَوِيلَةٌ স্টেশনগুলোর মাঝে দূরত্ব বেশি।
سَعَةٌ ধারণক্ষমতা سَعَةُ اَلْحَافِلَةِ 50 رَاكِبًا বাসের ধারণক্ষমতা ৫০ জন যাত্রী।
لَوْحَةٌ বোর্ড شَاهِدِ اللَّوْحَةَ الْإِرْشَادِيَّةَ নির্দেশনা বোর্ডটি দেখুন।
مَقَاعِدٌ مُرِيْحَةٌ আরামদায়ক আসন تُوَفِّرُ الْحَافِلَةُ مَقَاعِدَ مُرِيحَةً বাসে আরামদায়ক আসন রয়েছে।
مَوْقِفٌ পার্কিং يُوجَدُ مَوْقِفٌ لِلْحَافِلَاتِ فِي الْمَدِينَةِ শহরে বাসের পার্কিং আছে।
اِنْطِلَاقٌ রওনা হওয়া سَتَنْطَلِقُ اَلْحَافِلَةُ بَعْدَ خَمْسِ دَقَائِقَ বাস পাঁচ মিনিট পর রওনা হবে।
حَادِثٌ দুর্ঘটনা كَانَ هُنَاكَ حَادِثٌ فِي الطَّرِيقِ রাস্তার উপর একটি দুর্ঘটনা ঘটেছিল।
اِسْتِرَاحَةٌ বিরতি سَنَأْخُذْ اسْتِرَاحَةً قَصِيرَةً আমরা একটি সংক্ষিপ্ত বিরতি নেব।
رِحْلَةٌ যাত্রা كَانَتْ الرِّحْلَةُ مُمْتِعَةً جِدًّا যাত্রাটি খুব উপভোগ্য ছিল।
رَاكِبٌ যাত্রী يَجِبُ أَنْ يَكُونَ الرَّاكِبُ مُلْتَزِمًا بِالْقَوَانِينِ যাত্রীদের নিয়ম মেনে চলতে হবে।
بِطَاقَةٌ টিকেট بِطَاقَةُ الرَّاكِبِ مَطْلُوبَةٌ যাত্রীর টিকেট প্রয়োজন।
عُبُوْرٌ পারাপার يَجِبُ عُبُورُ الطَّرِيقِ بِحَذَرٍ রাস্তা পারাপার করতে হবে সতর্কতার সাথে।
طَابِقٌ তলা الْحَافِلَةُ لَدَيْهَا طَابِقَيْنِ বাসে দুটি তলা রয়েছে।
سُرْعَةٌ গতি سُرْعَةُ اَلْحَافِلَةِ مُنَاسِبَةً বাসের গতি উপযুক্ত।
خِدْمَاتٌ সেবা تُقَدِّمُ اَلْحَافِلَةُ خِدْمَاتٍ جَيِّدَةً বাসটি ভাল সেবা প্রদান করে।
مَقْعَدٌ لِلْأَطْفَالِ শিশুদের আসন هُنَاكَ مَقَاعِدُ خَاصَّةٌ لِلْأَطْفَالِ শিশুদের জন্য বিশেষ আসন রয়েছে।
مُجَدْوَلَةٌ সূচিবদ্ধ الرِّحْلَاتُ مُجَدْوَلَةٌ بِشَكْلٍ جَيِّدٍ যাত্রাগুলি ভালভাবে সূচিবদ্ধ।
حَافِلَةٌ سِيَاحِيَّةٌ পর্যটক বাস الْحَافِلَةُ السِّيَاحِيَّةُ تَأْخُذُكَ إِلَى الْمَعَالِمِ পর্যটক বাস আপনাকে দর্শনীয় স্থানে নিয়ে যাবে।
إعلانات বিজ্ঞাপন هُنَاكَ إِعْلَانَاتٌ فِي الْحَافِلَةِ বাসে বিজ্ঞাপন রয়েছে।

Add a Comment

Your email address will not be published.

× হোয়াটসঅ্যাপ
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.