দু’আ কবুলের কিছু বিশেষ সময় ও অবস্থা

দু’আ কবুলের কিছু বিশেষ সময় ও অবস্থা

এই তালিকাটি আমাদের নিজস্ব গবেষণালব্ধ নয়। খ্যাতিমান গবেষক ‘আলিম ও দা’য়ী শাইখ সালিহ আল-মুনাজ্জিদ বিভিন্ন হাদিস থেকে চয়ন করে তালিকাটি প্রস্তুত করেছেন। আমরা এখানে হাদিসের টেক্সট বাদ দিয়ে শুধু মূল পয়েন্টটি অনুবাদ করে তুলে দিয়েছি।

 

■ কদরের রাত।

■ রাতের শেষ প্রহর। [বুখারী: ১১৪৫]

■ ফরয সালাতের পর। [তিরমিযী: ৩৪৯৯]

■ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়। [আবু দাউদ: ৫২১]

■ জিহাদের ময়দানে সৈন্য সারিবদ্ধ হওয়ার মুহূর্ত। [আবু দাউদ: ৩০৭৯]

■ যখন বৃষ্টি পড়ে। [আবু দাউদ: ৩০৭৮]

■ জুমু’আর দিন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী একটি মুহূর্ত। [বুখারী: ৫২৯৫, মুসলিম: ৮৫২]

■ যমযমের পানি পান করার মুহূর্ত। [সাহীহুল জামি’: ৫৫০২]

■ সালাতে সাজদারত অবস্থায়। [মুসলিম: ৪৮২]

■ যখন মোরগের ডাক শোনা যায়। [বুখারী: ২৩০৪, মুসলিম: ২৭২৯]

■ এই বাক্যের মাধ্যমে দুআ করলে- لا إله إلا أنت سبحانك إلى كنت من الظالمين [তিরমিযী]

■ মৃত ব্যক্তির রূহ কবযের সাথে সাথে পাশে থাকা নিকটজনদের দু’আ। [মুসলিম: ২৭৩২]

■ রোগীর পাশে থাকা অবস্থায়। [মুসলিম: ৯১৯]

■ মযলুমের দু’আ। [বুখারী: ৪৬৯, মুসলিম: ১৯]

■ সন্তানের জন্যে পিতার দু’আ। [সাহীহুল জামি’: ২০৩২]

■ সন্তানের জন্যে পিতার বদ-দু’আ। [তিরমিযী: ১৯০৫, আল-আদাবুল মুফরাদ: ৩৭২]

■ মুসাফিরের দুআ [তিরমিযী: ১৯০৫]

■ পিতা-মাতার মৃত্যুর পর তাঁদের জন্যে নেক সন্তানের দু’আ। [মুসলিম: ১৬৩২]

■ যোহরের পূর্বে সূর্য ঢলে পড়ার মুহূর্ত।

لا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لا شَريكَ له، له الملك ولهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرُ، الحَمْدُ لِلَّهِ، وَسُبْحَانَ اللَّهِ، وَلَا إِلَهَ . إِلَّا اللهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، ثُمَّ قَالَ

রাতে ঘুম থেকে জেগে উঠে অযু করে এটা পড়ার পর যে প্রার্থনাই করা হয়, আল্লাহ সাড়া দেন। [বুখারী: ১১৫৪]

Add a Comment

Your email address will not be published.

× হোয়াটসঅ্যাপ