কোরআন কেন্দ্রিক জীবন। পর্ব : ০৪।
সকাল সন্ধা কুরআন তিলাওয়াত করা ও তদানুযায়ী আমল করা পৃথিবীর শ্রেষ্ঠ একটি নেয়ামত। এ নেয়ামত অর্জনের অধীর আগ্রহে প্রতিটা মুমিন বান্দা পরস্পর প্রতিযোগীতা করতে প্রস্তুত। সকল শক্তি-সামর্থ ব্যয় করেও একজন মুমিন এ প্রতিযোগীতায় অংশ নিতে চায়। এবং এ প্রতিযোগীতায় অংশ নেওয়া উচিৎও বটে। কারণ পৃথিবীতে যদি ঈর্ষা করার মত কিছু থেকে থাকে তাহলে এই কুরআনের জ্ঞান আল্লাহ যাকে দিয়েছেন তাকে নিয়েই করা উচিৎ। একটি হাদিসের ভাষ্য লক্ষ্য করা যাক-
عَنْ أَبِيْ هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ رَجُلٌ عَلَّمَهُ اللهُ الْقُرْآنَ فَهُوَ يَتْلُوْهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ فَسَمِعَهُ جَارٌ لَهُ فَقَالَ لَيْتَنِيْ أُوْتِيْتُ مِثْلَ مَا أُوْتِيَ فُلَانٌ فَعَمِلْتُ مِثْلَ مَا يَعْمَلُ وَرَجُلٌ آتَاهُ اللهُ مَالًا فَهُوَ يُهْلِكُهُ فِي الْحَقِّ فَقَالَ رَجُلٌ لَيْتَنِيْ أُوْتِيْتُ مِثْلَ مَا أُوْتِيَ فُلَانٌ فَعَمِلْتُ مِثْلَ مَا يَعْمَلُ.
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, দু’ব্যক্তি ব্যতীত অন্য কারও সাথে ঈর্ষা করা যায় না।
এক ব্যক্তি, যাকে আল্লাহ্ তা’আলা কুরআন শিক্ষা দিয়েছেন এবং সে তা দিন-রাত তিলাওয়াত করে। আর তা শুনে তার প্রতিবেশীরা তাকে বলে, হায়! আমাদেরকে যদি এমন জ্ঞান দেওয়া হত, যেমন অমুককে দেওয়া হয়েছে, তাহলে আমিও তার মত ‘আমাল করতাম।
অন্য আর এক ব্যক্তি, যাকে আল্লাহ্ সম্পদ দান করেছেন এবং সে সম্পদ সত্য ও ন্যায়ের পথে খরচ করে। এ অবস্থা দেখে অন্য এক ব্যক্তি বলেঃ হায়! আমাকে যদি অমুক ব্যক্তির মত সম্পদ দেয়া হত, তাহলে সে যেমন ব্যয় করছে, আমিও তেমন ব্যয় করতাম। (সহিহ বুখারী- ৫০২৬)
আল্লাহ তায়ালা আমাদের কুরআন শিখা ও তদানুযায়ী আমল করার প্রতিযোগীতায় নামার তাওফীক দান করুন।