...

কোরআন কেন্দ্রিক জীবন। পর্ব : ০৩।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল কি পেকেছিল? যদি পেকে থাকে তবে কেনো পেকেছিল? এ দুটি প্রশ্নের উত্তর জানতে হলে দুটি হাদিস জানতে হবে।
প্রথম পশ্নের উত্তর হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্ব পর্যন্ত মাথার মাত্র চৌদ্দটি দাড়ি ও চুল পেকেছিল। প্রখ্যাত সাহাবী হযরত আনাস রা. থেকে বর্ণিত-
عَنْ أَنَسٍ ، قَالَ : ” مَا عَدَدْتُ فِي رَأْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِحْيَتِهِ , إِلا أَرْبَعَ عَشْرَةَ شَعْرَةً بَيْضَاءَ ” .
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ) এর মাথা ও দাড়িতে মাত্র ১৪টি সাদা চুল গণনা করেছি।(শামায়েলে তিরমিযি- ৩১)
[তবে এ পরিমাণ নিয়ে কিছুটা মতভেদ আছে। উল্লেখিত হাদীসে ১৪টির কথা বলা হয়েছে। আর কোন বর্ণনায় ১৭টি, কোন বর্ণনায় ১৮টি, আবার কোন বর্ণনায় ২০টির কথা উল্লেখ রয়েছে। আসলে এসব বর্ণনাতে কোন বৈপরিত্য নেই। কারণ প্রত্যেকটি বর্ণনা আলাদা সময়ের সাথে অথবা বিভিন্ন জনের গণনার পার্থক্যের কারণে এ বৈপরিত্য সৃষ্টি হয়েছে। তবে প্রত্যেক রিওয়ায়াতের উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ (সঃ) এ এর সাদা চুল স্বল্প ছিল, এটাই বুঝানো]।
এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর জানতে হলেও একটি হাদিস দেখতে হবে। হাদিসটি হল-
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ أَبُو بَكْرٍ : يَا رَسُولَ اللَّهِ ، قَدْ شِبْتَ ، قَالَ : ” شَيَّبَتْنِي هُودٌ ، وَالْوَاقِعَةُ ، وَالْمُرْسَلاتُ ، وَعَمَّ يَتَسَاءَلُونَ ، وَإِذَا الشَّمْسُ كُوِّرَتْ ” .
ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আবু বকর (রাঃ) আরয করলেন, হে আল্লাহর রাসূল! আপনার চুল তো সাদা হয়ে গিয়েছে। আপনি বার্ধক্যে পৌছে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা হূদ, ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসা-আলূন, ইযাশ-শামসু কুভভিরাত আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। (শামায়েলে তিরমিযি-৩৪)
সূরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা ও সূরা সামসে কি এমন প্রত্যাদেশ আল্লাহ পাঠালেন যার কারনে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো সাদা হয়ে গেলো? এ বিষয়ে জানতে হলে উক্ত সূরাগুলো সকল মুসলমানকে একবার হলেও পড়তে হবে এবং এর রহস্য উৎঘাটন করতে হবে। আল্লাহ আমাদের তাওফীক দিন।

Add a Comment

Your email address will not be published.

× হোয়াটসঅ্যাপ
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.