...

কোরআন কেন্দ্রিক জীবন। পর্ব : ০১।

আমরা কোন তথ্য কিংবা ইতিহাস জানার জন্য ইন্টারনেটে গিয়ে উকিপিডিয়ায় সার্চ দেই। অথবা গুগল করি। উকিপিডিয়া কিংবা গুগলের সব তথ্যে তেমন ভরসা করা যায় না। অনেক ভেবেচিন্তে তা গ্রহণ করতে হয়। এর কারণ হচ্ছে, উকিপিডিয়ার সব তথ্য সঠিক নয়। কিন্তু আজ আপনাদের আমি দারুন একটি উকিপিডিয়ার সন্ধান দিবো। যেখানে কোন ভুল তথ্য নেই। নির্দিধায় যেখানে থেকে তথ্য গ্রহণ করতে পারেন।
সেই উকিপিডিয়া হলো “কুরআন”। আমরা সাধারনত কুরআন তিলাওয়াতের জন্যই পড়ে থাকি। জানার জন্য কুরআন খুব একটা পড়ি না। এখন থেকে প্রতিদিন তিলাওয়াতের পর কিছু সময় কুরআন থেকে শিখতে শুরু করুন। জানার জন্য। মানার জন্য। দেখবেন, কুরআন সম্পর্কে আপনার পূর্বের ধারণার সাথে নতুন মাত্রা যোগ হচ্ছে।

পৃথিবীর যে কোন জ্ঞান বা তথ্য আপনি অর্জন করুন না কেনো সে জ্ঞান বা তথ্য কালেন বিবর্তনে মিথ্যা কিংবা বানোয়াটে পর্যবসিত হয়। ফলে আপনার অনেক আফসোস হতে থাকে মিথ্যাজ্ঞান অর্জনের পিছনে প্রচুর সময় ব্যায় করেছেন বলে। কিন্তু কুরআন থেকে যদি আপনি সামান্যতম জ্ঞান বা তথ্য অর্জন করেন সে তথ্যে কালের দুর্বিপাকে কিঞ্চিত পরিবর্তন হবে না আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি আজ যা জানবেন মৃত্যুর পূর্ব পর্যন্ত সে জ্ঞান আপনার কাছে সদাসজিব ও ধ্রুবসত্য হয়েই থাকবে।

কুরআনকে জ্ঞান অর্জনের জন্যও তিলাওয়াত করা যায়। পৃথিবী সৃষ্টিরহস্য সঠিক সূত্রে জানতে হলে কুরআন পড়তে হবে। নবী-রাসূলদের নির্ভেজাল তথ্য জানতে হলেও কুরআন পড়তে হবে। পৃথিবীর বুক থেকে মিটে যাওয়া বহু শক্তিধর ও ক্ষমতাশীল জাতি ধ্বংসের প্রধান কারণ ও রহস্য অনায়াসেই অনুধাবন করতে পারবেন কুরআনের মাধ্যমে। মানবজাতির প্রথম পুরুষ আদম আ. থেকে আমাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক লোমহর্ষক ও শিহরন জাগার মত বহু ঘটনা দ্বিধাহীন জানার একমাত্র অনবদ্ধ মাধ্যমও এ কুরআন। অবাক করা বিষয় হচ্ছে, পৃথিবীর শেষ দিনটি সম্পর্কেও সঠিক তথ্য জানতে কুরআনের বিকল্প কিছু নেই। তাই আসুন কুরআন পড়ি জানার জন্য, মানার জন্য। আল্লাহ আমাদের কবুল করুন।

Add a Comment

Your email address will not be published.

× হোয়াটসঅ্যাপ
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.