কোরআন কেন্দ্রিক জীবন। পর্ব : ০২।
আমরা অনেক কাজেই সময় ব্যয় করে থাকি। কিন্তু সময়ের সর্বোত্তম ব্যয়ের খাত হল, কুরআন তিলাওয়াত করা, শিক্ষা করা, অন্যকে শিক্ষা দেওয়া ও দৈনন্দিন অল্প অল্প মুখস্ত করা। কুরআনকে যারা ভালোবাসেন। যারা কুরআন নিয়ে পড়ে থাকতে পছন্দ করেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কারণ তারা নিজেরা কুরআনময় জীবন গড়তে সদা তৎপর থাকার পাশাপাশি অন্যের হৃদয়ে কুরআনের প্রেম জাগিয়ে তোলার চেষ্টা করেন। তাদের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবার সার্টিফিকেট স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন। এ সংক্রান্ত প্রসিদ্ধ একটি হাদিস লক্ষ্য করা যাক,
عَنْ عُثْمَانَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ
‘উসমান রাঃ সূত্রে নাবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সবচেয়ে উত্তম যে কুরআন শিখে এবং অন্যকে শিখায়।
সহিহ বুখারী- ৫০২৭
কুরআন যাদের জান-প্রাণ। যারা সুযোগ পেলেই কুরআন তিলাওয়াতে লেগে যান, তাদের পরিচয় হচ্ছে, তারা আহলুল্লাহ তথা আল্লাহর বিশেষজন ও তাঁর পরিবারভুক্ত। হাদিসে আসছে,
قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ” إِنَّ لِلَّهِ أَهْلِينَ مِنَ النَّاسِ ” . قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ قَالَ ” هُمْ أَهْلُ الْقُرْآنِ أَهْلُ اللَّهِ وَخَاصَّتُهُ ” .
আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ:
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কতক লোক আল্লাহ্র পরিজন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রসূল! তারা কারা? তিনি বলেন, কুরআন তিলাওয়াতকারীগণ আল্লাহ্র পরিজন এবং তাঁর বিশেষ বান্দা।
সুনানে ইবনে মাজাহ- ২১৫
তাই আসুন কুরআনকেন্দ্রিক জীবন গড়ি।