আশারাতুন (عَشَرَةٌ) নাকি আশরাতুন (عَشْرَةٌ)??
শব্দটির পরবর্তী معدود টি যখন مذكر হবে, তখন শীন হরফে সাধারণত ফাতহা হবে।
যেমন- إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ (সূরা মাইদা : ৮৯)
এবং أحد عَشَر كوكبا (সূরা ইউসুফ:৪)
আর معدود টি যখন مؤنث হবে, তখন শীন হরফে সাধারণত সুকূন হবে।
যেমন- ٍفاتوا بعَشْر سُوَر (সূরা হুদ :১৩)
এবং اثنتا عَشْرَة عينًا (সূরা বাকারার :৬০)